বাঁশখালীতে বায়তুল ইরফানে ইবতেদায়ী সমাপনীতে ১২ জনের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 7 April 2019

বাঁশখালীতে বায়তুল ইরফানে ইবতেদায়ী সমাপনীতে ১২ জনের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসদরস্থ দ্বীনি ও আধুনিক শিক্ষা সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান বায়তুল ইরফান আদর্শ মাদরাসা ২০১৮ সালে অনুষ্ঠিত ইবতেদায়ী সমাপনী পরিক্ষায় শতভাগ পাশসহ ১২ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে ঈর্ষনীয় ফলাফলের স্থান দখল করেছে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আকিবুল ইসলাম আহাদ, ইসলামুল হক, জান্নাতুন নাঈম, সিরাজাম মুনিরা মারজান, শিফা আকতার, মরজিয়্যা খোরশেদা, তামিমা বিনতে হুদা, মুহাম্মদ আবু বকর, নুছরত সুলতানা যাকিয়া, আমেনা বেগম, তছলিমা আক্তার মায়মুন, রিয়াজুল জান্নাত।
২০১৮ সালে বায়তুল ইরফান আদর্শ মাদরাসা হতে ইবতেদায়ী সমাপনী পরিক্ষায় ৬২ জন অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ জন বালিকা ও ৩২ জন বালক। ফলাফলে দেখা গেছে ১২ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১১জন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রাথমিক স্তরের কোন প্রতিষ্ঠান হতে শতভাগ শিক্ষার্থী পাশসহ সর্ব্বোচ্চ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠান এটিই।
গত শনিবার ইবতেদায়ি শিক্ষা সমাপনি পরীক্ষার বৃত্তির ফলাফল প্রকাশ হয়েছে। প্রতিবারের ন্যায় প্রতিষ্ঠানটি তার সাফল্য ধরে রেখেছে। মাদরাসাটি উপজেলার হারুন বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত। অত্যন্ত মনোরম ও সুষ্ঠু পরিবেশে অভিজ্ঞ এবং প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানটি। পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক জানান, শিক্ষকদের অসম্ভব পরিশ্রম এবং আন্তরিকতার কারনে এই ফলাফল সম্ভব হয়েছে।





একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages