রবিউল ইসলাম, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব হোসেন (১৩) নামে এক কিশোর বিদ্যুৎস্পর্শে নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় সে নিজ বাড়িতে মারা যায়। নিহত বিপ্লব কালীগঞ্জ পৌরসভাধীন বাবরা গ্রামের লোকমান শেখের ছেলে। নিহতের প্রতিবেশি নাসিম উদ্দীন জানান, সকালে নিজেদের ঘরে বিদ্যুতের তার নিয়ে কাজ করছিল।
এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর মারা যায়। বিপ্লব একজন কর্মজীবি কিশোর বলে যোগ করেন এই প্রতিবেশি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অরুণ কুমার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই বিপ্লব মারা গিয়েছিল।
কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেন জানান, তার মৃত্যুতে অপমৃত্যুর মামলা হচ্ছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment