রাবিতে দুই দিনব্যাপী সংগীত বিষয়ক কর্মশালা শুরু। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 19 April 2019

রাবিতে দুই দিনব্যাপী সংগীত বিষয়ক কর্মশালা শুরু। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে দুই দিনব্যাপী সংগীত বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের দক্ষিণ পার্শ্বস্থ বারান্দায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান প্রশিক্ষক বিশিষ্ট সংগীত শিল্পী ও জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত সুমি আক্তার।
কর্মশালার আহ্বায়ক ও রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তমালিকা বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক ড. হাসিবুল আলম প্রধান।
তিনি তার বক্তব্যে বলেন, রাবির কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের আরও সংশ্লিষ্টতা বাড়াতে হবে। টিএসসিসি ও প্রশাসন শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে সাংস্কৃতিক জোট আমাদের সহযোগীতার মাধ্যমে সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করবে।





একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages