একুশে মিডিয়া, রিপোর্ট:
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্র্রিপতি হুসেইন মুহম্মদ এরশাদ নিজের স্থাবর অস্থাবর সব সম্পত্তি ট্রাস্টিভুক্ত করলেন। রোববার রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে গুলশান রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন কাজ সম্পাদন করা হয়।------------------------------------------------------------
এরশাদের স্থাবর অস্থাবর সহায় সম্পতির মধ্যে রয়েছে রংপুরের বাড়ি, রংপুরের কোল্ড স্টোরেজ, প্রেসিডেন্ট পার্কের ফ্ল্যাট, গুলশানের দুটি ফ্ল্যাট, প্রায় দশ কোটি টাকার ব্যংক এফডিআরসহ প্রায় ৬০ কোটি টাকার সম্পত্তি।------------------------------------------------------------
এরশাদের সহায় সম্পত্তি পরিচালনার জন্য এরশাদসহ পাঁচজনকে ট্রস্টির দায়িত্ব দেওয়া হয়। বাকীরা হলেন, এরিক এরশাদ, মেজর খালেদ আখতার, এরশাদের চাচাত ভাই মুকুল ও ব্যক্তিগত স্টাফ জাহাঙ্গীর। এই ট্রাস্টিতে রাখা হয়নি স্ত্রী রওশন এরশাদ, ছোট ভাই জিএম কাদের, ছেলে সাদ এরশাদসহ ঘনিষ্ট আত্মীয় স্বজনদের।------------------------------------------------------------
একুশে মিডিয়া/এমএ------------------------------------------------------------
No comments:
Post a Comment