নিজের স্থাবর অস্থাবর সব সম্প‌ত্তি ট্রাস্টে দান করলেন এরশাদ। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 8 April 2019

নিজের স্থাবর অস্থাবর সব সম্প‌ত্তি ট্রাস্টে দান করলেন এরশাদ। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:
জাতীয় পা‌র্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্র্রিপতি হু‌সেইন মুহম্মদ এরশাদ নিজের স্থাবর অস্থাবর সব সম্প‌ত্তি ট্র‌াস্টিভুক্ত কর‌লেন। ‌রোববার রাজধানীর বা‌রিধার‌ার প্রে‌সি‌ডেন্ট পা‌র্কে গুলশান রে‌জি‌স্ট্রি অ‌ফি‌সে রে‌জি‌স্ট্রেশ‌ন কাজ সম্পাদন ক‌রা হয়।------------------------------------------------------------
এরশা‌দের স্থাবর অস্থাবর সহায় সম্প‌তির ম‌ধ্যে র‌য়ে‌ছে রংপু‌রের বা‌ড়ি, রংপু‌রের কোল্ড স্টোরেজ, প্রে‌সিডেন্ট পা‌র্কের ফ্ল্যাট, গুলশা‌নের দু‌টি ফ্ল্যাট, প্রায় দশ‌ কো‌টি টাকার ব্যংক এফ‌ডিআরসহ প্রায় ৬০ কোটি টাকার সম্প‌ত্তি।------------------------------------------------------------
এরশা‌দের সহায় সম্প‌ত্তি প‌রিচালনার জন্য এরশাদসহ পাঁচজনকে ট্র‌স্টির দা‌য়িত্ব দেওয়া হয়। বাকীরা হ‌লেন, এ‌রিক এরশাদ, মেজর খা‌লেদ আখতার, এরশা‌দের চাচাত ভাই মুকুল ও ব্য‌ক্তিগত স্টাফ জাহা‌ঙ্গীর। এই ট্র‌াস্টি‌তে রাখা হয়‌নি স্ত্রী রওশন এরশাদ, ছোট ভাই জিএম কা‌দের, ছে‌লে সাদ এরশাদসহ ঘ‌নিষ্ট আত্মীয় স্বজন‌দের।‌------------------------------------------------------------




একুশে মিডিয়া/এমএ------------------------------------------------------------

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages