মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শেখ মো. আলমাছ আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিররণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকালে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান।
এসময় তিনি বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা ছাড়া মানুষ অচল। তাই সবাইকে শিক্ষিত হতে হবে। তিনি বলেন, আজকের এই ছোট্ট বিদ্যালয়টি একদিন অনেক বড় অবস্থানে পৌঁছাবে যদি বিদ্যালয়ের শিক্ষার মান ভাল হয়।
তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের গুরুত্ব দিতে হবে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সৈজদ্দিন শিকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- নয়নশ্রী ইউপি চেয়াম্যান মো. রিপন মোল্লা, হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম আলিনুর আহমেদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শেখ মো. আলমাছ আলী, প্রমুখ। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দ অংশ নেন।ৎ
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment