একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার পলাশবাড়ীতে সদ্য অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পলাশবাড়ী এসএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুত, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম মন্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগমকে সংবর্ধনা প্রদান করা হয়।
সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আরিফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, যুব ও ত্রাণ বিষয়ক সম্পাদক নির্মল মিত্র, এস,এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল চন্দ্রসহ আরো অনেকে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment