একুশে মিডিয়া, কেশবপুর (যশোর) প্রতিনিধি:>>>
কেশবপুরের হাসানপুর ইউনিয়নে পরিত্রাণ আয়োজিত দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় প্রোমোটিং রাইটস্ অফ দলিত এন্ড এক্সক্লুডেড পিপুলস– (প্রদীপ) প্রকল্পের এক পরিচিতি সভা মঙ্গলবার সকালে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক সামছুর নাহারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ভূমি সহকারী মনোয়ারা বেগম ও সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী আব্দুস সালাম।
পরিত্রাণের মনিটরিং অফিসার রবিউল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য-সহ সার্বিক বিষয় উপস্থাপন করেন।
অন্যান্যের মধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, স্বাস্থ্যকর্মী, দলিত কমিউনিটির প্রতিনিধি সহ ৪০ জন উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment