একুশে মিডিয়া, রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাখিদের নিরাপদ আশ্রয় ও বংশ বৃদ্ধির লক্ষ্যে গাছে গাছে হাঁড়ি বেঁধে দিয়েছে ‘শনিবার সকাল’ নামের এক সংগঠন। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের পাশের গাছগুলোতে হাঁড়ি বেঁধে দেন সংগঠনটির সদস্যরা।
জানতে চাইলে সংগঠনটির দপ্তর সম্পাদক অনূপ মন্ডল বলেন, ‘শনিবার সকালের মূল কাজ হলো প্রতি শনিবার ক্যাম্পাসের উন্নয়নমূলক কাজ করা। তারই ধারাবাহিকতায় আমরা আজ থেকে আমাদের প্রথম কার্যক্রম শুরু করেছি। পরের শনিবার গুলোতেও ক্যাম্পাসের উন্নয়নের স্বার্থে একটি করে ভালো কাজ করব।
তিনি আরো বলেন, পাখিদের নিরাপদ আশ্রয় বংশবৃদ্ধির সুযোগ তৈরি করার মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। সংগঠনটির সকল সদস্যের উপস্থিতিতে ক্যাম্পাসে পাখিদের নিরাপদ আশ্রয় ও বংশ বৃদ্ধির সুবিধার্থে রাকসু ভবন থেকে শুরু করে স্টেডিয়ামের সামনে, স্যার জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনের পাশে, রবীন্দ্রনাথ ঠাকুর কলা ভবনের পিছনে বিভিন্ন গাছে হাঁড়ি ঁেবধে দেওয়া হয়।
এসময় সংগঠনটির সভাপতি রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ স্বাধীনসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment