মোঃ রফিকুল ইসলাম, বাগেরহাট প্রতিনিধি:>>>
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাাচিত চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু ও পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও জিয়ারত করেন।
দ্বিতীয় বারের মেয়াদে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু’র আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন সাথে ছিলেন।
প্রথমে তারা বঙ্গবন্ধুর বেঁধিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। পরে মাজার জিয়ারতে ফাতেহা পাঠ ও দোয়া করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. মো: শাহ-ই-আলম বাচ্চু ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আকতার লিনা,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আউয়াল খান মহারাজ, আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন মৃধা, খোকন মজুমদার, পৌর আওয়ামীলীগ নেতা নান্টু সাহা, প্রচার ও প্রকাশনা লীগের সাধারণ সম্পাদক মো: শামীম আহসান মল্লিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, পৌর যুবলীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম খান, কাউন্সিলর অলিউর রহমান, রেদওয়ান আহমেদ, শাহিন শেখ ।
এছাড়াও মাজার জিয়ারত ও পুষ্পার্ঘ অর্পণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment