প্রতিবেদক-আনোয়ার হোসেন:>>>
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানরাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে আনোয়ার হোসেনএবং মো. রুবেল হাওলাদার প্রতিবাদ ও তীব্র ক্ষোভ প্রকাশ করে।
আজ শুক্রবার (১২ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলার প্রাণ কেন্দ্র উত্তর তেহমুনী বঙ্গবন্ধু শেখ মুজিবম্যুরাল চত্বরেমুখেকালোকাপড় বেঁধেপ্রতিবাদ করেনতারা।
এ সময় বিভিন্ন প্রতিবাদী ভাষা উঠে আসে পোস্টার (প্ল্যাকার্ড) এ।সিরাজ উদ দৌলাগং আগুন দিয়ে হত্যা নুসরাতকে করেনাই, হত্যাকরেছে এদেশের শিক্ষা ব্যবস্থাকে। বিচার নাহওয়াবা বিচারে দীর্ঘ সূত্র তার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এই হত্যার সুষ্ঠুতদন্ত ও দোষী দেরস র্বোচ্চসাজার দাবি জানান তাঁরা।
প্রসঙ্গ : ৬ এপ্রিল ফেনীর সোনা গাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়াহয়। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে নুসরাত জাহান রাফি মারা যান। এর আগে গত ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন নুসরাতের মা।
এ মামলা তুলে নিতে চাপ দিতে থাকে দুর্বৃত্তরা। এতে নুসরাত ও তাঁর পরিবার রাজি হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে যাওয়ার আগে নুসরাত চিকিৎসকদের কাছেও জবানবন্দি দেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment