এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি:>>>
শিক্ষার্থী নুসরাত জাহান রাফির খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বন্দরনগরী বেনাপোল শহরে মানব বন্ধন কর্মসুচী পালন হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) বিকাল ৪ টায় বন্দর প্রেসক্লাব,বেনাপোলের আয়োজনে ৩ নং গোডাউনের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিকাল ৩ টায় নুসরাতের আত্মার মাগফেরাত কামনায় বন্দর প্রেসক্লাবে দোয়া হয়।
মানব বন্ধনে বন্দর প্রেসক্লাবের সংবাদকর্মীরা, মাদ্রাসা শিক্ষার্থী ও সামাজিক সংগঠন আমরা বেনাপোল বাসিন্দাসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দীনের সভাপতিত্বে মানব বন্ধন ও দোয়া অনুষ্ঠানে আলোচনা রাখেন, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা চেয়ারম্যান বজলুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক, সহসভাপতি আবুল বাশার, সাংগঠনিক আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এসএম স্বপন প্রমুখ।
বক্তারা বলেন, মানুষ কতো নিচে না নামলে এমন জঘন্য আচারণ করতে পারে। নুসরাত হত্যার নির্দেশকারীরা যেমন অপরাধী তেমনি নুসরাত যাদের কাছে নিরাপত্তা চেয়ে বাঁচার আকুতি জানিয়েছিলেন, কিন্তু তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তারাও সমান অপরাধী। অভিযুক্ত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment