মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি:>>>
কক্সবাজার জেলাধীন সাগর কন্যা দ্বীপ কুতুবদিয়া উপজেলার ধূরুং বাজার করিম সওদাগরের দোকান থেকে ১৮ এপ্রিল দুপুর ১.৪০ মিনিটে সাত (৭) লক্ষ টাকা চুরি হয়েছে বলে সংবাদ পাওয়া যায়।
দোকানের মনির সুত্রে জানায়- করিম সওদাগর দোকানে ছেলে মনির (৬) কে রেখে যোহরের নামাজ পড়তে মসজিদে চলে যান। মসজিদ থেকে এসে দেখতে পান তার ক্যাশে রাখা সাত লক্ষ টাকা গুলো নেই। পরে কাদের জানতে পারেন- দুইটি যুবক দোকানে এসে বসেন এবং ছেলে মনিরকে একটি সিপসের জন্য অন্য দোকানে পাটিয়ে ক্যাশ থেকে ৭(সাত) লক্ষ টাকা নিয়ে যায়। দোকানে
কর্মচারী মনির আরো বলেন- ব্যবসায়ী আবুল হাসনাত থেকে ১ লক্ষ টাকা, কৃষি ব্যাংক, কুতুবদিয়ার ধূরুং শাখা থেকে ২ লক্ষ টাকা, ব্যবসায়ী শহিদ থেকে ১
লক্ষ ৫০ হাজার টাকা, ব্যবসায়ী মেম্বার জসিম থেকে ৫০ হাজার টাকা ও দোকানের বিভিন্ন মালামাল বিক্রয়ের ২ লক্ষ টাকাসহ সর্বমোট ৭ লক্ষ টাকা ব্যবসায়ী কাজের জন্য দোকানে সংগ্রহ করে রাখেন। কাদের দোকানের ক্যাশের চাবি ভুলে রেখে যান। কিন্তু হঠাৎ দুই চক্র যুবক এসে দোকান থেকে ওই টাকা ক্যাশ থেকে নিয়ে পালিয়ে যায়।
যোহরের নামাজ পড়ে এসে ক্যাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়লে পার্শ্বোক্ত দোকানের সওদাগর, কাস্টমার ও পথচারীরা এগিয়ে আসলে কাদের দোকান চুরি হওয়ার
ঘটনা প্রকাশ পায়। এনিয়ে চিন্তায় দিন কাটছে বাজার ব্যবসায়ীগণের।
করিম সওদাগর কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং শাহরুম সিকদার পাড়ার স্থায়ী বাসিন্দা বলে জানায়।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment