একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্ট:
লেখক-ফরিদা আক্তার:
অসমাপ্ত কবিতা
তুমি আমার জীবন এমন রঙ্গিন করেছিলে
আমি তা প্রকাশ করতে চেয়েছিলাম কবিতায়।
আমার কলম তাই ফুটে তুলেছিলো
কত রঙিন মূহুর্ত!
প্রতিদিন একটি গোলাপ তোমার চাইই চাই
প্রেম বসন্তে প্রতিদিন চাইতে উষ্ণ আলিঙ্গন।
প্রতিরাতে চাইতে জোনাকি জ্বলুক মিটি মিটি,
জ্যোস্নার ছায়ায় বসি আমরা দুজন।
চাঁদনি রাতে কত প্রাণবন্ত তুমি-আমি।
মায়াবী এ ভূবনে, তোমার ঠোঁটের মধুর চুম্বনে
প্রেমের কবিতা লিখি।
কামনা বাসনা, দেহের লোভ লালসা যেনো
ছাড়িয়ে গেলো সে প্রেম।
প্রেম যেনো এক সাধনা হয়ে ধরা দিলো
কলমের আঁচড়ে।
হঠাৎ জানিনা কোন অভিমানে তুমি হারিয়ে গেলে।
আর পাইনি তোমায় আমার কি ভুল ছিল জানিবার তরে।
দেখতে দেখতে কত বছর হয়ে গেলো,
আর পাইনি তোমায় দেখতে।
সেই কবিতাটিও তাই শেষ হয়নি আর,
পড়ে রয়েছে অর্ধেকে।
না বুঝা দ্বন্দ্ব, অবিশ্বাস যন্ত্রণা,
লালিত স্বপ্ন ভঙ্গের ব্যথা,
খন্ডিত হৃদয়ের যন্ত্রণা,
অভিমানে তিলে তিলে
নিজেকে শেষ করে দেওয়া।
এসব নিয়েই এখন আমার বেঁচে থাকা।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment