একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালীতে যৌতুকের মামলায় মসজিদের ইমাম মৌলভী মোবারক হোসেন প্রকাশ সোনামিয়া নামে একজনকে কারাগারে প্রদান করেছেন বিজ্ঞ আদালত। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ চট্টগ্রাম এ আদেশ প্রদান করেন।
সূত্র জানা যায়, মৌলভী মোবারক হোসেন প্রকাশ সোনা মিয়া পূর্ব বড়ঘোনা বসিরার বাড়ীর মৃত রহমত আলীর পুত্র। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন চাম্বল মিঠা পাড়া এলাকার নুরুল আলমের মেয়ে পারভিন আক্তার। মামলা সূত্রে জানা যায়, পারভিন আক্তার ও মৌলভী মোবারক হোসেন প্রঃ সোনা মিয়ার সহিত সামাজিক ভাবে বিবাহ হয় ২০১৪ সালের নভেম্বরে।
বিয়ের পর মৌলভী মোবারক বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে পারভিন আক্তারকে যৌতুকের টাকা চেয়ে শারীরিক ভাবে নির্যাতন শুরু করে। এরই প্রেক্ষিতে পারভিন আক্তার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ চট্টগ্রামে উক্ত মৌলভী মোবারক হোসেন প্রকাশ সোনা মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মৌলভী মোবারক হোসেন প্রকাশ সোনা মিয়াকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, মৌলভী মোবারক হোসেন নিজেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মসজিদের ইমাম দাবী করে বলে স্থানীয়রা জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment