এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার চৌদ্দগ্রামে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে এগারটায় উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা জহির আহম্মদ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ।
বাতিসা ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. খোরশেদ আলম মানিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও বাতিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের প্রভাবশালী নেতা, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুর রহমান টিপু।
বিদ্যালয়ের শিক্ষক মো. হারুন অর রশীদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিব্বির আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য মোতাহের হোসেন চৌধুরী, ডা. ইবরাহিম ভূঁইয়া।
এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment