মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
“যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে” এই শ্লোগানে গ্রীন ভয়েস ভোলা জেলা শাখার আয়োজনে ভোলায় পালিত হলো গ্রীন ভয়েস এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।প্রতিষ্ঠতা বার্ষিকী উপলক্ষে ১৯ এপ্রিল ২০১৯ খ্রি. শুক্রবার সকাল ১০.৩০টায় ভোলা সরকারি কলেজের সামনে
নদী দখল-দূষণ মুক্ত ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ নিশ্চিত করার দাবীতে মানববন্ধন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস।ভোলায় জেলা শাখার সম্বয়ক এস.এম. সুমন।এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন, রিয়াজ, হারুন, তিপা, শুভ্রা, ইমরান, অতুনু ব্যানার্জি রাফি, চাদনী, ইভান, আবু তাহের সাহিদ, সৌরভ, প্রভীর চন্দ্র, মোমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য গ্রীন ভয়েস মূলত সেচ্ছাব্রতী-সচেতন- চেতনাবান তরুণদের প্রতিষ্ঠান। সমাবেশ, প্রশিক্ষণ,বিতর্ক প্রতিযোগিতা, প্রকাশনা, গবেষণা,পাঠচক্র, পাঠাগার,নারী-শিশু-অধিবাসীদের অধিকার রক্ষা, প্রাকৃতিক সম্পদ রক্ষা, টেকসই উন্নয়ন,সাংস্কৃতিক কর্মকান্ড, স্বাস্থ্যক্লাব গঠনসহ ১৬টি উপটিম গঠনের মধ্য দিয়ে সারা দেশের নানা মূখী কর্মকান্ড পরিচালনা করছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment