একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:>>>
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোকন মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৬ জন। নিহত রোকন মন্ডল ওই গ্রামের রাহান মন্ডলের ছেলে। আহতরা হলো-ওই গ্রামের তৈয়ব আলী, সেকেন মন্ডল, দুলাল মন্ডল, কবীর মন্ডল, বাচ্চু মন্ডল ও আনোয়ার মন্ডল
বুধবার সকালে এ ঘটনা ঘটে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড়ে সেকেন মন্ডলের গাছের ডাল ভেঙ্গে প্রতিবেশী ওলিয়ার রহমানের ঘরের উপর পড়ে। এ ঘটনায় রাতেই দু’পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়।
এ ঘটনার জের ধরে সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে রোকন আলীসহ ৬ জন আহত। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
একুশে মিডিয়া/এসইউ
No comments:
Post a Comment