ইভটিজিং প্রতিরোধে সবাইকে সম্মিলিত ভূমিকা রাখতে হবে: চসিক মেয়র আ.জ.ম নাছির। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 10 April 2019

ইভটিজিং প্রতিরোধে সবাইকে সম্মিলিত ভূমিকা রাখতে হবে: চসিক মেয়র আ.জ.ম নাছির। একুশে মিডিয়া



একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেছেন, বর্তমান সময়ে ইভটিজিং ভয়াবহ আকার নিয়েছে। ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে অনেক নারী নিষ্ঠুর অমানবিকতার শিকার হচ্ছে।
শুধু নারী নয়, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটে সন্ত্রাসীদের হাতে অনেক যুবককেও হামলার শিকার হতে হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। ইভটিজারদের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতে আপামর জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আজ সময়ের দাবী।
এই সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। 
আজ বেলা ১২ টার সময় চাক্তাই রাজাখালী রোড আইডিয়াল স্কুল মাঠে বকসির হাট ওয়ার্ডের উদ্যোগে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ইভটিজিং প্রসঙ্গে একথা বলেন। 
বকসির হাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হকের সভাপতিত্ব ও লিটন রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে কাউন্সিলর এইচ এম সোহেল, চট্টগ্রাম সিটি ম্যাজিস্ট্রেট আফিয়া আকতার, জাহানারা ফেরদৌস, বাকলিয়া থানা অফিসার ইন চার্জ প্রনব চৌধুরী, চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম হারুনুর রশিদ, বক্সির হাট ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি আবছার উদ্দিন, চট্টগ্রাম রাইচ মিল মালিক সমিতি সভাপতি শান্ত দাশগুপ্ত, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতি উজ্জ্বল বিশ্বাস, ওমর মিয়া সর্দার, শিক্ষিকা রাজশ্রী মজুৃমদার, নারী নেত্রী কানিজ ফাতেমা, চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতি সভাপতি আহসান খালেদ পারভেজ, সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলাম, ডাল মিল সমিতি সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহিম,কোতোয়ালি থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ,যুবলীগ নেতা আতিক উল্লাহ,ছাত্র লীগ নেতা মো সালাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বকসির হাট ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন শান্তি, সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ বাহাদুর, এস এম মামুনুর রশীদ, ওমর ফারুক বাবুল, মো ইসমাইল, শাহ কামরুল,মো নজরুল ইসলাম দুলাল,মো জসিম উদ্দিন, আবু বক্কর, মো ইউসুফ, হারুনুর রশিদ, নূুর মোহাম্মদ সওদাগর, মান্না বিশ্বাসসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages