এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা শহরের নূরপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে মারাত্মক আহত করা অটোরিক্সা চালক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য ২১ এপ্রিল শনিবার বিকালে অটো রিক্সার ভাড়া নিয়ে বাক-বিতন্ডার জের ধরে কুমিল্লা মহানগরীর নূরপুরে শাহাজাহান (২৫) নামের এক অটোরিক্সা চালক ছুরিকাঘাতে খুন হয়েছে।
২১ এপ্রিল শনিবার বিকালে তাকে ছুরিকাঘাত করার পর গতকাল সোমবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত শাহজাহান কুড়িগ্রাম জেলার ওলিপুরের মুক্তার পাড়ার জাহাঙ্গীরের ছেলে।
সে কুমিল্লা নগরীর নূরপুর এলাকার আলী আক্কাসের মেয়ে জামেনাকে বিবাহ করে শশুর বাড়িতে থাকতো। তার ৪ বছর বয়সী সাইফুল ও ২ মাসের হাসান নামে ২ সন্তান রয়েছে।স্থানীয় ও নিহত পরিবার সূত্রে জানা যায়, ২১ এপ্রিল বিকালে অটোরিক্সা চালক শাহজাহান নুরপুর তার শশুরবাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার সময় স্থানীয় মিঠু মিয়ার ছেলে ইরফান ও কামাল মিয়ার ছেলে হৃদয় তার পথ রোধ করে ভাড়ায় অটোতে উঠতে চায় তখন সে তার অন্য ভাড়া আছে বলে অসম্মতি জানিয়ে চলে যাওয়ার সময় পূনরায় এলাকায় আসলে তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়।
শাহজাহান কুচাইতলী হাসপাতাল থেকে তার ভাড়া শেষে পূনরায় এলাকায় আসলে ইরফান ও মিঠুসহ তার সঙ্গীয়রা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তখন আহতবস্থায় শাহজাহানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে গতকাল সোমবার বিকাল ৩ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান মারা যায়।এই বিষয়ে জানতে স্থানীয় কুমিল্লা কোতয়ালী থানায় আলাপকালে ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, শাহাজাহান খুনের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment