একুশে মিডিয়া, মুক্তমত রিপোর্টা:
লেখক-মোঃ মাকছুদুর রহমান:
অসমাপ্ত চিঠি হে,প্রেম ধারায় উঠিলো যুদ্ধ, থামাবার নাহি কোন যন্ত্র। প্রেম- পিপাসু মেয়ে বাহ্, সজ্জিত অসাধারন আহা ! হে,প্রেম ধারায় উঠিলো যুদ্ধ। প্রেম-ময় আঁখি যেন হ্নদয় পরশিয়া, বিদ্যালয়ের আবাসনে সৌন্দর্যের প্রখরে দেখেছিলাম বসন্তিয়া।
চাঁদের মতো মলিন হাঁসি হেথায়, কপালে লাল টিপ ছিলো সেথায়। হে, মেয়ে প্রেম-ময় হ্নদয় কে, কলকজ্বা করে গিয়েছো হায়, দহনের ব্যথায় জ্বলে হ্নদয় তায়। আমার চারপাশে ধুঁ -ধুঁ ধোয়াশা উড়ে তবে, প্রতিচ্ছবির আয়নায় অনামিকা ভাসে হায়। হে, প্রেম উঠে প্রান হরষিয়া, জেগেছে অন্তরের দহনিয়া। ভগ্নে ব্যথা, মগ্নে শাহজাদি, বিরহী কবিতা, শাহজাদার হ্নদয়ে ক্রদনিয়া। শত বছর চলে যাহি, স্মরণ সোজায় রাখিবো প্রেমী বন্ধনে রাণী গোলাপ পুষ্প লহে। হে,প্রেম গাঁথিয়াছি মালা, দেহের মরণ নাহি হলেও, অন্তরের মরণ হয়েছে ওহে পুষ্পিতা। উৎসর্গ প্রিয় "অনামিকা "
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment