ফাইল ফটো |
আ.লীগ নেতার বাড়ি থেকে ককটেল উদ্ধার, নরসিংদীর পলাশ উপজেলায় স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহার খন্দকারের বাড়ির আঙ্গিনায় মাটির নিচ থেকে পরিত্যক্ত এই ককটেলগুলো উদ্ধার করে ডাঙ্গা ক্যাম্প পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন ডাঙ্গা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশিদ। তিনি জানান, শুক্রবার দুপুর ১ টার দিকে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহার খন্দকারের বাড়ির আঙ্গিনার উত্তর পাশে সৌচাগার মেরামত করার জন্য কোদাল দিয়ে মাটি কাটার কাজ করছিল ওই নেতার ভাতিজা অলিউল্লাহ। পরে মাটির কাটার সময় পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ককটেলগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ককটেলগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment