কুমিল্লায় মসজিদে মিনারে কাজ করা অবস্থায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত-২ শ্রমিক। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 29 May 2019

কুমিল্লায় মসজিদে মিনারে কাজ করা অবস্থায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত-২ শ্রমিক। একুশে মিডিয়া


এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার  নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির মন্নারা গ্রামে মসজিদে কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।
বুধবার সকালে ওই ইউপির মন্নারা গ্রামের  পূর্বপাড়ায় নুর মিয়া বাড়ীর মসজিদে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং সদরের মাসুকের ছেলে মাসুদ (২০),একই গ্রামের আতাউর রহমানের ছেলে সবুজ (২৫)।
এলাকাবাসী, ও হাসপাতাল সূত্রে জানা যায়,বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মসজিদের মিনারে কাজ করার জন্য বাঁশের মই লাগিয়ে ছিলো মইয়ের কাচা বাঁশটি পল্লী বিদ্যুতের লাইনের সাথে যুক্ত থাকায়।
ঐ মই দিয়ে মিনারে ওঠার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘটনাস্হলে দুইজনের মৃত্যু হয়, অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলে। ঠিকাদার ও অন্যান্য শ্রমিকেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ী হবিগঞ্জের বানিয়াচং চলে যায়।
এলাকাবাসী আরো জানায়, গত ছয় মাস থেকে ওই শ্রমিকেরা মসজিদটিতে কাজ করছিলেন। ইউপি সদস্য মাহফুজুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম বলেন,সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি খোঁজ নিচ্ছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ  সমিতি-৪  ডিজিএম শহীদ উদ্দিন,  সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি খোঁজ নিচ্ছি।




একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages