![]() |
জাহিরুল ইসলাম মিলন, যশোর:>>>
যশোরের শার্শা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
রবিবার (১৯ মে) বেলা ১২ টায় এক অনাড়ম্বর পরিবেশে ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসানকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উক্ত অভিনন্দন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সন্মানিত সভাপতি জনাব মোঃ আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব ওসমান গনি মুকুল। এছাড়া শার্শা উপজেলার অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে জনাব মেহেদী হাসানকে ২য় বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
উপজেলা ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আর তার দেখানো পথ ধরে শার্শার গণমানুষের নেতা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন শিক্ষার মান উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
আমরা তার অনুসারী হিসেবে শার্শাবাসীকে শিক্ষার নতুন মাত্রা এনে দিতে চায়। এজন্য সকলে মিলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করতে হবে এবং এই উন্নয়নে আপনারা আমার পাশে থাকবেন বলে আমি আশাবাদী।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment