একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষক দম্পতি পুত্রের এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পলাশবাড়ী উপজেলায় প্রথম স্থান লাভ।
গাইবান্ধার পলাশবাড়ীতে শিক্ষক দম্পতি পুত্র নশরতুজ্জামান নাগিব এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পলাশবাড়ী উপজেলায় প্রথম স্থান লাভ করেছে পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
নাগিব ইতপূর্বে পঞ্চম শ্রেণির পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি ও জেএসসি পরীক্ষায় সাধারন গ্রেডে বৃত্তি লাভ করেছিল। সে পলাশবাড়ী সদরের নুনিয়াগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও মাতা পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোছাঃ নার্গিস বানুর ৩য় পুত্র।
উল্লেখ্য, শিক্ষক দম্পতির প্রথম পুত্র আবুল বাশার মোঃ নাসিম নিশাতও পিএসসি পরীক্ষায় সাধারন গ্রেডে বৃত্তি লাভ, এসএসসিতে জিপিএ-৫ ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল। নিশাত বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র। শিক্ষক দম্পতির একমাত্র কন্যা কানিজ রাবেয়া ন্যান্সিও জেএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল। ন্যান্সি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্রী।
পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুশীল চন্দ্র সরকার জানান,গ্রেট পয়েন্ট এ নাগিব এ উপজেলায় প্রথম স্থান লাভ করেছে। প্রধান শিক্ষক আরো জানান, এ ফলাফল অর্জন করায় আমরা গর্বিত।
নাগিব এ ফলাফলে বেশ খুশি ও সকলের কাছে দোয়া প্রার্থী। সে ভবিষ্যতে ডাক্তার হয়ে সমাজ সেবায় অগ্রণী ভূমিকা পালনের ইচ্ছা প্রকাশ করেছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment