এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নিখোঁজের একদিন পর স্বামী পরিত্যক্তা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।২৬ মে রোববার দুপুরে পৌরসভার বেতাগাঁও পূর্বপাড়া নুরু খলিপার বাড়ির পাশের অর্জুন গাছ থেকে মরদেহটি উদ্ধার হয়।
নিহত মারজাহান বেগম টুনি উপজেলার মক্রবপুর ইউপির মক্রবপুরের হাফেজ শহীদুল্লার মেয়ে।
তিনি এক ছেলে ও এক মেয়ের মা।স্থানীয়দের থেকে জানা যায় যে নিহত মারজানের মানসিক সমস্যা ছিলো। তার সঙ্গে জ্বীন রয়েছে।
তাকে বিভিন্ন সময়ে সাহায্য-সহযোগিতা করতো এলাকাবাসী সে ইবাদত বন্দেগী করতো।স্থানীয় গ্রামের শফিকুর রহমান বলেন, রোববার তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যাই তাকে গাছের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।
আল্লাহ ভালো জানেন। তবে এলাকায় তার শক্র নেই।উদ্ধার হওয়া ঝুলন্ত লাশের বিষয়ে মুঠোফোনে আলাপকালে নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম পিপিএম বলেন, মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় দাগ রয়েছে।
পরিবারের দাবি, সে মানসিক রোগী। এটি আত্মহত্যা বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।
এ ঘটনায় নিহতের ভাই তছলিম উদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment