একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১টি দেশীয় তৈরী অস্ত্র ও ১টি ব্যবহৃত কাতুর্জের খোসাসহ এক যুবককে আটক করা হয়েছে।
গত শনিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার পূর্ব চাম্বল এলাকায় অভিযান পরিচালনাকালে আটক মোঃ রিদুয়ান প্রঃ ফজু মিয়া (২৪) ওই এলাকার কবির আহমদের পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পূর্ব চাম্বল এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্রসহ মহড়া দেওয়ার খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ।
এসময় মোঃ রিদুয়ান প্রঃ ফজু মিয়াকে একটি দেশীয় অস্ত্র ও ১টি ব্যবহৃত কাতুর্জের খোসা সহ আটক করে থানায় নিয়ে আসা হয়।
বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, আটককৃত মোঃ রিদুয়ান প্রঃ ফজু আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্রসহ মহড়া দিচ্ছিল। তাকে অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment