এবিএস রনি, যশোর প্রতিনিধি:>>>
শুক্রবার পুলিশ লাইনে যশোর জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।জেলার বিশিষ্ট ব্যক্তিদেও সম্মানে জেলা পুলিশের পক্ষ থেকে এই ইফতারের আয়োজন করা হয়।
এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, মেজর জেনারেল (অব:) ডাক্তার নাসির উদ্দিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, যশোর সরকারি এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তালেব মিয়া, খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা ও দায়রা জজ ইকতিয়ারুল ইসলাম মল্লিক, যশোরের পুলিশ সুপার মঈনুল হক, সিআইডির এসএস রেশমা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক হুসাইন শওকত, দুর্নীতি দমন কমিশন যশোরের অতিরিক্ত পরিচালক নাজমুস সাদাত, যশোরের পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার, আনসার উদ্দিন, নাইমুর রহমান, জামাল আল নাছের, র্যাবের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম, আইনজীবী সমিতির সভাপতি এম ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক আবু মোর্ত্তজা ছোট, পিপি রফিকুল ইসলাম পিটু, জিপি সোহেল শামিম, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুজারুল ইসলাম মন্টু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি একরাম উদ দ্দৌলা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন,যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান,সাধারন সম্পাদক হাবিবুর রহমান মিলন,বাস মালিক সমিতির সভাপতি আলী আকবর, পুজা পরিষদের সভাপতি অসীম কুন্ডু, সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি শাহিদুজ্জামান প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ অংশ নেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment