একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি:>>>
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় দৈনিক ভোরের কাগজ ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি এবং পলাশবাড়ী প্রেসক্লাবের যুগ্ন- সাধারণ সম্পাদক বিটিসি নিউজ ও ‘একুশে মিডিয়া’ নিউজ পোর্টালের গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দের উপর মাদকসেবী কর্তৃক হত্যার চেষ্টার ঘটনায় ১৬ মে বিকালে পলাশবাড়ী প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাংবাদিক নুরুজ্জামান প্রধান।
অন্যান্যদের মধ্য অারো বক্তব্য রাখেন, সহ- সভাপতি এনামুল হক মকবুল, সাইদুর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার,আশরাফুজ্জামান, সাংবাদিক আমিরুল কবির, হাসিবুর রহমান স্বপন, আসাদুজ্জামান রুবেল, মমেনুর রশিদ সাগর।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আল মাহমুদজামান, সরকার লুৎফর রহমান,আমিনুল ইসলাম সর্দার, শহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক, আসলাম আলী, হামিদুল মন্ডল,রবিউল ইসলাম রুবেল, ফেরদৌস রহমান, বিদুষ রায়, সিরাজুল ইসলাম শেখ, মাসুদ রানা, মহাব্বত হোসেন, শাহিন মন্ডল, মমিন মিয়া ও শাহারুল ইসলাম, রফিকুল ইসলাম রফিক।
প্রতিবাদ সভায় বক্তারা- সাংবাদিক শাহরিয়ার কবিরের উপর হামলাকারী সন্ত্রাসী বিটুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সমগ্র প্রতিবাদ সভাটি সঞ্চালন করেন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক ফজলুল হক দুদু ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment