বুড়িগঙ্গা নদীর তীরে রোটারী ক্লাব ঢাকা সেন্ট্রালের উদ্দোগে নদীদূষণ প্রতিরোধে সচেনতামূলক কার্যক্রম সম্পাদিত। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 25 May 2019

বুড়িগঙ্গা নদীর তীরে রোটারী ক্লাব ঢাকা সেন্ট্রালের উদ্দোগে নদীদূষণ প্রতিরোধে সচেনতামূলক কার্যক্রম সম্পাদিত। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
২৪শে মে,২০১৯ইং তারিখে সকাল ১১টা ঘটিকায় বুড়িগঙ্গা নদীর তীরে রোটারী ক্লাব ঢাকা সেন্ট্রালের  উদ্দোগে নদীদূষণ প্রতিরোধে একটি সচেনতামূলক মহতী কার্যক্রম সম্পাদিত হয়েছে 
যারা নাম ছিল " নদী দূষণ প্রতিরোধে আমাদের স্বদিচ্ছাই যথেষ্ট" 
উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রোটারী অান্তর্জাতিক জেলা সংগঠন ৩২৮১ এর জেলা গভর্ণর রোটারীয়ান এমএফএম অালগীর,বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এবং
রোটারী ক্লাব অব ঢাকা সেন্ট্রালের  অতীত সভাপতি রোটরীয়ান .হামিদ, এছাড়া উপস্থিত ছিলেন
রোটারী ক্লাব অব ঢাকা সেন্ট্রালের
 সভাপতি রোটারীয়ান মোঃ মিজানুর রহমান
ভূঁইয়া এবং রোটারঅ্যাক্ট ক্লাব অব ওয়ারীর সভাপতি রোটারঅ্যাক্টর মোঃ সাজ্জাদ জহীর 
উক্ত প্রোগ্রামে অারো উপস্থিত ছিলেন অাগত বিভিন্ন ক্লাবের রোটারীয়ান এবং রোটারঅ্যাক্টবৃন্দ 

সময় রোটারীয়ান এমএফএম অালগীর বলেন, নদীবিধৌত বাংলাদেশর দূষণ হওয়া নদীগুলোকে একটু সচেতনতাই পারে তা তার পূর্বের নাব্যতা ফিরিয়ে দিতে এবং দূষণরোধ করতে 
পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক এবং রোটারী ক্লাব অব ঢাকা সেন্ট্রালের  অতীত সভাপতি রোটরীয়ান .হামিদ বলেন,পানির অপর নাম জীবন। তাই পানি বিশুদ্ধ রাখার ক্ষেত্রে এবং নদীকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে প্রত্যকের সুনাগরিকের দ্বায়িত্ব পালন করা উচিত 
সবশেষে রোটারী ক্লাব অব ঢাকা সেন্ট্রালের
সভাপতি রোটারীয়ান মোঃ মিজানুর রহমান ভূঁইয়া বলেন,প্রত্যেকটি  মানুষ যদি নদীতে ময়লা অাবর্জনা না ফেলে, নদীটিকে সংরক্ষণ করে তবেই টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জন করা সম্ভব 
সর্বশেষ গণমানুষের নিকট লিফলেট বিতরণ, রেলি এবং নৌকায় আহরণ করে নদী পরিষ্কার অভিযান করে সকলের মাঝে সচেতনতা তৈরীর মাধ্যমে প্রোগ্রামটি সমাপ্ত করণ করা হয়। বিজ্ঞপ্তি।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages