রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাতেমা খাতুন (৫) ও মিম খাতুন (৪) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে দোগাছি ইউনিয়নের পুটিয়া গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
মিম খাতুন ওই গ্রামের বজলু জোয়ার্দ্দার ও ফাতেমা খাতুন বাবলু জোয়ার্দ্দারের মেয়ে। দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান ইছাহাক আলি জানান, শিশু দুটি সন্ধ্যার আগে বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে এক সময় তারা সবার চোখ ফাঁকি দিয়ে পুকুরের পানিতে নেমে পড়ে।
অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান মিলছিল না। বৃহস্পতিবার রাতে শিশু দুটির লাশ পুকুরে ভেসে উঠে।
স্থানীয় মেম্বর ফারুক হোসেন জানান, দুই শিশুর মৃত্যুতে পুটিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার তাদের দাফন করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান খবরের সত্যতা নিশ্চত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment