পথশিশুদের মাঝে হাসি ফুটালেন টংগী সরকারি কলেজের ছাত্ররা। একুশে মিডিয়া - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 31 May 2019

পথশিশুদের মাঝে হাসি ফুটালেন টংগী সরকারি কলেজের ছাত্ররা। একুশে মিডিয়া


আল আমিন মুন্সী:>>>
আসছে ঈদুল ফিতর এই ঈদে যেনো গরীব অসহায় পথশিশুরা   ঈদের আনন্দ টা  সবার মাঝে সবাই ভাগ করে নিতে পারে তাই টংগী সরকারি কলেজের ডিগ্রি ব্যাচের ছাত্রদের পক্ষ অসহায় ১০০ পথশিশুকে ঈদের কাপড় বিতরণ করা হয়।
শুক্রবার সকাল ১১ টায় টংগী রেল ষ্টেশনে  বিতরণ করা হয়। পথশিশুদের সাথে কথা বললে তারা জানান, আমরা গরীব আমরা অসহায় আমাদের কে  কেউ সহযোগিতা করে না, গত বছর থেকে ভাইয়া এবং আপুরা ঈদ বা বিভিন্ন উৎসব আসলে আমাদের কে খাবার এবং কাপড় দেয়,  এই গুলো  পেয়ে আমরা অনেক খুশি,  এ বিষয় টংগী সরকারি কলেজ ছাত্র ছাত্রীদের সাথে কথা বললে তারা জানান, ঈদ আসলে আমরা অনেক কেনা কাটা করি কিন্তু কেউ একবারও এই পথশিশুদের কে নিয়ে চিন্তা  করি না, আজ আমরা ভালো খাবার এবং কাপড় পড়ছি একটু চিন্তা করে দেখেন তো যদি ভালো যায়গায় না, থেকে ওদের মতো হতাম তাহলে আমাদের কেমন লাগতো? আমাদের মন আছে   আমরা চাই একটু ভালো খাবার এবং ভালো কাপড় পড়তে, তারাও তো আমাদের মতো চায়, তাই তাদের কথা চিন্তা করে আমরা  ডিগ্রি ব্যাচের সকল ছাত্র ছাত্রীরা মিলে  এই উদ্যোগ নিয়েছি, আমরা  আশাবাদী আমাদের মতো বাংলাদেশের সকল মানুষ ও পথশিশুদের পাশে এসে দাড়াবে।



একুশে মিডিয়া/এমএসএ

2 comments:

  1. ধন্যবাদ জানাচ্ছি একুশে মিডিয়া ও সাংবাদিক আল আমিন মুন্সি ভাইকে

    ReplyDelete

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages