গাইবান্ধায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠান শুরু। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 19 May 2019

গাইবান্ধায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠান শুরু। একুশে মিডিয়া


রেখা মনি, রংপুর:>>>
গাইবান্ধার সাত উপজেলার ১১টি সরকারি খাদ্য গুদামে একযোগে বোরো ধান, গম ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার সদর খাদ্য গুদামে গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন আনুষ্ঠানিকভাবে বোরো ধান, গম ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ উপলক্ষে খাদ্য ক্রয় কেন্দ্র চত্ত্বরে এক আলোচনা সভা জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম ফেরদৌস, সিভিল সার্জন আবু হানিফ, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম, জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক দীপক কুমার পালসহ আরো অনেকে।
চলতি মৌসুমে জেলায় ১১টি সরকারি খাদ্য গুদামে ৩ হাজার ৯শ ৫৫ মেট্রিক টন ধান এবং ২৫ হাজার ৪শ ১৩ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি মণ ধান ১ হাজার ৪০ টাকা এবং প্রতিকেজি ৩৬ টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে।
গতকাল শনিবার থেকে ধান ক্রয় শুরু হয়েছে চলবে ২৩ আগষ্ট পর্যন্ত।



একুশে মিডিয়া/এসইউ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages