জাহিরুল ইসলাম মিলন, যশোর:>>>
যশোরের বেনাপোলের বড় আঁচড়া এমপির মোড় নামক স্থান থেকে পাসপোর্ট ভিসা বিহীন ১২ জন নারী- পুরুষকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ৮জন পুরুষ ও ৪ জন মহিলা।
বৃহস্পতিবার(১৬ মে) রাতে ভারতে প্রবেশের সময় তাদেরকে আটক করে বিজিবি। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।আটককৃত ব্যক্তিদের বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জে।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার বাকি বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাওয়ার জন্য অনেক লোক বড় আঁচড়া এমপি’র মোড় নামক স্থানে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১২জন নারী পুরুষকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment