মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি:>>>
ঢাকার দোহারে সুস্ময় দাস (২৫) নামে এক যুবককে বিয়ারসহ আটক করেছে বলে সংবাদ পাওয়া যায়। উপজেলার জয়পাড়া বাজার থেকে তাকে আটক করে। তার দোকানে থাকা ২৫ ক্যান বিয়ার উদ্ধার করেছে পুলিশ।
আটককৃত সুস্ময় উপজেলার জয়পাড়া এলাকার হরিকমল দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় দোহার থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে জয়পাড়া বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সুস্ময় দাস নামে এক যুবককে আটক করে। পরে তার নিজস্ব মুদি দোকানে থাকা ২৫ টি বিদেশী বিয়ার উদ্ধার করে পুলিশ।
দোহার থানার (ওসি) মো. সাজ্জাদ হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। অবশেষে সে পুলিশের হাতে ধরা পড়লো। এব্যাপারে থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment