নড়াইলে স্বামী বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের শুভ উদ্বোধন। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 7 May 2019

নড়াইলে স্বামী বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের শুভ উদ্বোধন। একুশে মিডিয়া


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:>>>
নড়াইলে স্বামী বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, নড়াইলে এ বিদ্যার্থী ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন, নড়াইল এর সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা, বাংলাদেশ এর অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।
৩৬ জন বিদ্যার্থী ধারণক্ষমতাসম্পন্ন এ ভবন উদ্বোধনকালে প্রধান অতিথি স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেন, শিক্ষা বিকাশে স্বামী বিবেকানন্দের আদর্শের আলোকে এ বিদ্যার্থী ভবন স্থাপন করা হয়েছে।
এতে করে অনেক দরিদ্র শিক্ষার্থী আবাসন সুবিধাসহ নানাবিধ সুবিধা পেয়ে উপকৃত হবে। জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, নড়াইলে এ ধরনের উদ্যোগ ইতোমধ্যে দেখা যায়নি। এটি একটি মহৎ উদ্যোগ বলেও তিনি মত পোষণ করেন।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে নড়াইল জেলা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘেœ তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে এজন্য তিনিও সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। 




একুশে মিডিয়া/এমএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages