এবার ধান কাটতে মাঠে নামলেন রংপুর নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্জাহানুর ইসলাম সৌরভ। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 26 May 2019

এবার ধান কাটতে মাঠে নামলেন রংপুর নগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্জাহানুর ইসলাম সৌরভ। একুশে মিডিয়া


রেখা মনি, রংপুর:>>>

শাহ্জাহানুর ইসলাম সৌরভ । বাংলাদেশ ছাত্রলীগের রংপুর মহানগর  সাংগঠনিক সম্পাদক।  জীবনে কোনোদিন কাস্তে হাতে মাঠে নামতে হয়নি। তবে এবার তিনি কাস্তে হাতে মাঠে নেমেছেন। না এটা কোনো রাজনৈতিক প্রচারণার জন্য নয়। তিনি মাঠে নেমেছেন কৃষকের বন্ধু হয়ে।

চলতি বছর ধানের বাম্পার ফলনেও ধানের দাম কমায় কৃষকদের মধ্যে যখন চরম হতাশা বিরাজ করছেন ঠিক তখন নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানো জন্য আগ্রহ সৃষ্টি করতে সৌরভ  নেমেছেন কাস্তে হাতে মাঠে। রবিবার রংপুর নগরীর বাহার কাছনা  এলাকার এক কৃষকদের ধান কেটে দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহ্জাহানুর ইসলাম সৌরভ বলেন,চলতি বোরো মৌসুমে সারাদেশে ধানের বাম্পার ফলন হলেও ধানের দাম একবারেই কম। জমির ধান বিক্রি করে উৎপাদন খরচের অর্ধেকও তোলা সম্ভব হচ্ছে না।
এতে কৃষকরা চরম হতাশ হয়েছে। এ হতাশায় তারা জমিতে উৎপাদিত ধান কাটতেও চাচ্ছেন না। বিষয়টি আমাকে বেশ পীড়া দিয়েছে। সাধ্য অনুযায়ী কৃষকের পাশে দাঁড়ানো চেষ্টা করলাম। তাদের ধান কেটে দিয়ে কিছুটি হলেও সহযোগীতা করার চেষ্টা করেছি।  এখন সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় আগামীতের সকল দূর্যোগে অতীতের মতো ছাত্রলীগ বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে বলে আমি বা আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা মনে করি । 
এছাড়াও ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় কৃষকদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।'
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি হওয়ায় এবং মজুরস্বল্পতার কারণে বেশ কিছু অঞ্চলে কৃষকেরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় বাংলার দুঃখী–অসহায় মানুষের শেষ ঠিকানা কৃষিবান্ধব নেত্রী, দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর।


একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages