মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:>>>
দিনাজপুরের নবাবগঞ্জে ২০১৮-২০১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন(টিআর) প্রকল্পের অর্থ(বিল) বিতরন করা হয়েছে।
সোমবার (২৮ মে) বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক উপজেলার বিভিন্ন মন্দির, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অর্থের বিল তুলে দেন।
বিল বিতরনের পুর্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক বক্তব্য রাখেন।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়- উপজেলার ৪২টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২৩ লক্ষ ৬৭ হাজার ৫শ ৮২ টাকার ব্যায়ে প্রকল্পগুলির ১ম কিস্তির অর্থের বিল প্রদান করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment