এম এ হাসান, কুমিল্লা:>>>
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ৫ বছরের শিশু মারিয়া আসন্ন পবিত্র ঈদুল ফিতর এর নতুন পোশাক না পড়েই না ফেরার দেশে চলে গেল।সন্তানের এমন মর্মাহত বেদনাদায়ক অনাকাঙ্ক্ষিত মৃত্যু তে পরিবারে নেমে আসে কতটা শোক তা আর বলার অপেক্ষা রাখেনা।
বলতেছিলাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পশ্চিম বটগ্রামের মাষ্টার বাড়ীতে হয়ে যাওয়া মর্মাহত ঘটনার কথা।
২৮ মে মঙ্গলবার পশ্চিম বটগ্রামের মাষ্টার বাড়ীর কামাল হোসেন এর মেয়ে মারিয়া-(৫) নামের শিশুটির লাশ পুকুরে ভেসে উঠলে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে। কিন্তু ততক্ষণে মারিয়া আর এই পৃথিবীতে নেই।
একটি ফুটফুটে মেয়ের অনাকাঙ্ক্ষিত আকস্মিক মৃত্যু তে পুরো এলাকা জুড়ে হৃদয় বিদারক আহাজারিতে পরিবেশ ভারি হয়ে গেছে। আমরা ও এই পবিত্র মাসের উসিলায় এই অবুঝ শিশুর মৃত্যু তে গভীর ভাবে শোকাহত। আল্লাহ পাক তাকে জান্নাত বাসী করুক-আমিন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment