রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
১৬ ই মে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে খাস জমি দখল নিয়ে আলমগীর হোসেন নামের এক ভূমিহীনকে পিটিয়ে হত্যা করছে প্রতিপক্ষরা। এ ঘটনপয় মহেশপুর থানা পুলিশ আব্দুল মজিদ এবং সাহেব আলীকে আটক করেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে প্রকাশ দখলকৃত খাস জমিতে বিচালি গাদা দেওয়াকে কেন্দ্র করে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে আলমগীর (৩৪) কে তাদের প্রতিপক্ষ আব্দুল মজিদ গংয়েরা সকালে পিটিয়ে হত্যা করে।
ঘটনার বিবরনে জানা গেছে নিহতের বাড়ীর পাশে কয়েক শতাংশ খাস জমি আছে। দীর্ঘদিন ধরে আমির হোসেনের পরিবার ঐ জমি দখল করে আসছিল। বৃহস্পতিবার সকালে আলমগীর ও তার ভাই জাহাঙ্গীর ঐ জমিতে বিচালির গাদা দিচ্ছিল এ সময় একই গ্রামের মকছেদ আলীর ছেলে মজিদের নেতৃত্বে ১০/১২ জন তাদের বাঁধা দেয়। বাঁধা দেওয়ায় উভয়ের মধ্যে গোলযোগ দেখা দিলে মজিদ গংয়ের লোকজন লাঠি,দা, কোদাল ও হাসুয়া দিয়ে আলমগীর ও জাহাঙ্গীরের উপর হামলা করে। এতে আলমগীর হোসেন ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয় সূত্র জানায় একই গ্রামের আব্দুল মজিদ তার ভাই আব্দুল আজিজ, ভাগ্নে সাহেব আলী, আবুল কাশেমের ছেলে ইমরান, আজিজের ছেলে রানা, শুকুর আলীর ছেলে রাসেদ এই ঘটনা ঘটায়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ঝিনাইদহে মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে কোটচাঁদপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালা উদ্দিন জানান লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ রিপোর্ট রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment