মোঃ আরিয়ান আরিফ, ভোলা:>>>
ভোলায় জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৮৭ শতাংশ। এবারে বরিশাল বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে দ্বীপ জেলা ভোলা। যদিও গত বছর ৮৩ দশমিক ০২ ভাগ পাশের হার নিয়ে প্রথম স্থান অধিকার করেছিলো ভোলা।
এ বছর জেলার মোট ১৫ হাজার ৭৩৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ হাজার ৭৮২ জন। এর মধ্যে ৬ হাজার ২৩২ জন ছেলে এবং ৫ হাজার ৫৫০ জন মেয়ে পরীক্ষার্থী পাশ করেছে।
জেলার ৭টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে এবং চরফ্যাশনের শশীভূষণ গার্লস হাইস্কুল নামে একটি বিদ্যালয়ে কেউ পাশ করেনি। এ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯ জনের কেউ পাশ করেনি।
সোমবার (৬ মে) এসএসসির ফল প্রকাশের পর বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম জানান তথ্য নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment