একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
চট্টগ্রাম নগরস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ওমরগনি এম.ইএস কলেজ এর অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন বাঁশখালীর কৃতিসস্তান এবং ফটিকছড়ি লায়লা কবির ডিগ্রি কলেজের দীর্ঘদিন দায়িত্ব পালনরত অধ্যক্ষ বাঁশখালী উপজেলা কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোট আ.ন.ম শাহাদত আলমের শ্রদ্ধায় বড় ভাই আ.ন.ম সরওয়ার আলম।
সূত্র জানা যায়, অধ্যক্ষ আ.ন.ম সরোওয়ার আলম এর ছাত্রজীবনে তুখোড় ছাত্রনেতা হিসেবে প্রতিনিধিত্ব করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে।
কর্মজীবনে ফটিকছড়ি লায়লা কবির ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। যিনি কলেজটিতে অধ্যক্ষ হওয়ার পর চট্টগ্রাম উত্তর জেলার সব কলেজের মধ্যে তিন তিনবার তার কর্মরত কলেজটি সেরা কলেজ হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়াও বাঁশখালীর দুই উচ্চ বিদ্যালয়ের তিনি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় এবং কোকদন্ডী গুনাগরি উচ্চ বিদ্যালয়।
আজ বৃহস্পতিবার ওমরগনি এম.ই.এস কলেজের অধ্যাক্ষ হিসেবে যোগদান সম্পন্ন করেছেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment