রবিউল ইসলাম, ঝিনাইদহ:>>>
ঝিনাইদহ সদর হাসপাতাল সংলগ্ন ৩টি ঔষধ ফার্মেসিতে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো: হাসনাত এ জরিমানা করেন। সে সময় সিদ্দিক ফর্মেসিতে ১০ হাজার , পান্না ফার্মেসী ২০ হাজার ও মাতৃছায়া ফার্মেসীতে ২০ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগিরা ঔষুধের ফার্মেসীতে গিয়ে বেশী মূল্যে ঔষধ কিনে প্রতারিত হচ্ছে এমন অভিযোগে দুপুরে র্যাবের সহযোগীতায় সেখানে অভিযান চালানো হয়। সে সময় সিদ্দিক ফর্মেসির মালিক শাহিনুর রহমান শাহীনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, পান্না ফার্মেসীর মালিক ওয়াহেদুজ্জামান বাচ্চুকে ২০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও মাতৃছায়া ফার্মেসীর মালিক জাকির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদয়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ঔষুধ তত্ত্বাবধায়ক নাজমুল হাসানসহ র্যাবের একটি টিম উপস্থিত ছিলেন।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment