মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি-ঢাকা:>>>
ঢাকার দোহার উপজেলার পূর্ব সুতারপাড়ায় সোমাইয়া আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকালে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সোমাইয়া ঐ এলাকার মৃত দিদারের মেয়ে। সে ইসলামাবাদ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সোমাইয়ার মা ছেলেকে ডাক্তার দেখাতে ঢাকা যায়। এসময় বাড়িতে সোমাইয়া, ওর আরেক ভাই ও দাদি ছিলেন। বিকালে সোমাইয়াকে কোথাও না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি করে। একপর্যায়ে পাশের ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুুঁলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
এব্যাপারে দোহার থানার এস আই শরিফুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। কি কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। নিহতের পরিবারের অনুরোধে বাড়িতেই প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment