একুশে মিডিয়া, চট্টগ্রাম প্রতিনিধি:>>>
ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আলেম ওলামা, পেশাজীবি, শিক্ষাবিদ ও সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল গতকাল (২০ মে) সোমবার বিকেলে বাঁশখালী পৌর সদরের কুটুমবাড়ী হলরুমে অনুষ্ঠিত হয়।
আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম।
বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. বেলাল নুর আজিজী, জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী, মুহাদ্দিস আল্লামা মুজিবুর রহমান।
ইসলামী আন্দোলন নেতা মাওলানা নুরুল আলম তালুকদার, জেলা সেক্রেটারী মাওলানা জসিম উদ্দীন, মাওলানা গিয়াস উদ্দীন আল মাহমুদ, মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, মাওলানা আলমগীর ইসলামাবাদী, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা মোহাম্মদ নছিম, মাওলানা জসিম উদ্দীন মিসবাহ, মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা মোবারক হোসাইন আসিফ, মাওলানা মাহামুদুল ইসলাম, মাওলানা ওসমান গণি, যুব নেতা মাস্টার নুর আহমদ ছিদ্দিকী, আমান উল্লাহ হাছান, মাওলানা আরশদ ইলিয়াছ, মাওলানা ইদ্রিছ, ছাত্রনেতা আবদুল্লাহ মেশকাত, জাহাঙ্গীর আলম, আব্বাস উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেন, “আমাদের দেশ শতকরা ৯০ শতাংশ মুসলমানের দেশ হলেও এই দেশে আজ মুসলমানরা নির্যাতিত।
৭/৮ শতাংশ মানুষের কাছে আমরা আজ জিম্মি। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের মধ্যে ঐক্য নেই। আমরা যে যে প্লাটফর্মে থাকি না কেন; আসুন আমরা ইসলামী হুকুমত কায়েম করতে ঐক্যবদ্ধ হই।
একুশে মিডিয়া/এসইউ
No comments:
Post a Comment