একুশে মিডিয়া, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ীতে সাংবাদিক শাহরিয়ার কবির আকন্দকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে পলাশবাড়ী টেলিভিশন সাংবাদিক ফোরাম ও উপজেলা রিপোটার্স ইউনিটির উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।
পলাশবাড়ী প্রেসক্লাব একাংশের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মিডিয়া ইনস্টিটিউট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্র কেন্দ্রীয় কমিটির মহাসচিব নুরুজ্জামান প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ । আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব অপরাংশের সাধারন সম্পাদক ফজলুল হক দুদু, পলাশবাড়ী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম রতন, উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার ফরহাদ হোসেন, সাংবাদিক মাসুদার রহমান মাসুদ, আমিরুল ইসলাম, শাহআলম সরকার, আব্দুল মান্নান রানা, হাসিবুর রহমান স্বপন, ছাদেকুল ইসলাম রুবেল প্রমুখ।
এসময় উপস্থিতি সাংবাদিক মোমেনুর রশিদ সাগর, সোহেল রানা, আরিফ উদ্দিন, আসলাম আলী, ফজলার রহমান, রবিউল ইসলাম রুবেল, সিরাজুল ইসলাম মন্ডল, আসাদুজ্জামান রুবেল, আলক্বাদরিয়া কিবরিয়া সবুজ, শাহজাহান ভুলু, হামিদুল ইসলাম মন্ডল, এসআই হাবিব, রফিক ও মাসুদ রানা। হামলাকারী মাদকাসক্ত শফিউল আজম বিটুকে পুলিশ গ্রেফতার করলেও মামলার অপর আসামীদের গ্রেফতারে ৭ দিনের আল্টীমেটাম দেন বক্তারা । অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষনা করা হবে বলে উল্লেখ করে বক্তারা।
প্রসঙ্গত: গত মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলা সদরের হরিনমারী গ্রামের দৈনিক ভোরের কাগজ পত্রিকার স্থানীয় প্রতিনিধি সাংবাদিক ও একুশে মিডিয়ার জেলা প্রতিনিধি শাহরিয়ার কবিরকে ধারালো অস্ত্রদ্বারা হত্যার চেষ্টা করে মাদকাসক্ত বিটু। সাংবাদিক শাহরিয়ার বর্তমানে পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment