জেলা পরিষদ যশোরের আয়োজনে মাসব্যাপী অস্থায়ী ঈদ বাজারের উদ্বোধন করা হয়েছে।
‘গল্প নয় স্বল্প সময়ে অল্প টাকায় ঈদের কেনাকাটা’ এই শ্লোগানকে সামনে রেখে রোববার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে এ বাজার উদ্বোধন করেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান।
এ সময় আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক সাজ্জাদ হোসেন বাবু, পরিচালনা পরিষদের প্রধান সাগর হোসেন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা পরিষদের সিনিয়র সদস্য আব্দুল খালেক জানান, জেলা পরিষদের গত মাসিক মিটিং এ সর্ব সন্মতিক্রমে এ ঈদ বাজারের জন্য জায়গা বরাদ্ধ দেয়া হয়। রোববার জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সকলে ব্যস্ত থাকায় ওসিকে উদ্বোধন করার জন্য বলা হয়।
তিনি আরো জানান, এ বাজারে দেশের বিভিন্ন জেলায় সরকারের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থ দোকানীরা অগ্রাধিকার পাবে। ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীরা যাতে এখানে ব্যবসা করে তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে এটাই এ বাজারের মুল লক্ষ্য বলে তিনি জানান।
অস্থায়ী ঈদবাজার উদ্বোধন শেষে ওসি অপূর্ব হাসান বলেন, এ বাজারে সার্বক্ষনিক নিরাপত্তা সহ মেলায় পণ্যের গুনগত মান ও দাম যাচাই বাছায়ের জন্য বিশেষ টিম কাজ করবে।
এদিকে অস্থায়ী ঈদ বাজারকে কেন্দ্র করে তাঁত, বস্ত্র. হস্ত, প্রসাধনী, খেলনা, চটপটি, জুতা-স্যান্ডেল, কসমেটিক্স, ক্রেকারিজ সহ হরেক রকম পন্যের পসরা সাজিয়েছে দোকানীরা।
বাজারকে কেন্দ্র করে হরেক রকম আলোক সজ্জা আর ব্যানার ফেস্টুনে ঘিরে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গন। রোববার বাজার উদ্বোধনের পরথেকেই এ বাজারে দর্শনার্থীরা আসতে শুরু করে।
বাজারকে কেন্দ্র করে হরেক রকম আলোক সজ্জা আর ব্যানার ফেস্টুনে ঘিরে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গন। রোববার বাজার উদ্বোধনের পরথেকেই এ বাজারে দর্শনার্থীরা আসতে শুরু করে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment