যশোরের শার্শায় দুই সন্তানকে মেরে মায়ের আত্মহত্যা। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 27 May 2019

যশোরের শার্শায় দুই সন্তানকে মেরে মায়ের আত্মহত্যা। একুশে মিডিয়া


জাহিরুল ইসলাম মিলন, যশোর:>>>
যশোরের  শার্শা উপজেলার চালিতা বাড়ীয়া দীঘা গ্রামে এক মা তার দুই সন্তানকে কীটনাশক পান করিয়ে তারপর নিজেও তা পান করে আত্মহত্যা করেছে।
রবিবার (২৬ মে) আনুমানিক রাত ১১ টায় যশোরের শার্শা উপজেলার চালিতাবাড়িয়া ঘীবায় এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই অকাল মৃত্যুর ৩ জনই হলেন ঐ গ্রামের হতদরিদ্র চা দোকানী ইব্রাহিমের স্ত্রী, কন্যা ও শিশু পুত্র।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হত দারিদ্রতার কারনে সংসারে নুন আনতে পান্তা ফুরায়।ফলে অভাব অনটন লেগে থাকার পাশাপাশি গন্ডোগোল ঝামেলা লেগেই আছে সংসারে।তার কদিন পরেই আসছে পবিত্র ঈদ। ফলে আসন্ন ঈদে সন্তানদের নতুন জামা কাপড় কেনাকাটা সহ সাংসারিক অভাব অনাটনের নানা বিষয় নিয়ে রবিবার রাত আনুমানিক ১০টায় দিকে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল গন্ডো গোল ঝামেলা ও তর্কাতর্কি হয়।
এক পর্যায়ে এসময় স্ত্রী হামিদা খাতুন (৩৫) নিজে কন্যা শরিফা (১১) ও শিশু পুত্র সোহানকে (০৪) বিষ ট্যাবলেট খাওয়ায়ে মেরে ফেলে এবং তাদের মৃত্যু নিশ্চিত করে সে নিজেও বিষ ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে সংসারের করুন যন্ত্রনা থেকে নিজেদেরকে মুক্তি দেয়।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages