এম এ হাসান, কুমিল্লা:>>>
ঐতিহ্য অনন্যার ব্যাপক সমাহার নামক স্লোগান নিয়ে ক্রেতাদের বিশেষ চাহিদার প্রতি লক্ষ রেখে গুনগত মানের রুচিশীল পোশাকের বিপুল সমাহারে উপজেলার ঐতিহাসিক বাজার মিয়াবাজার ঢাকা ফ্যাশন নামের দোকান টি সাজলো ঈদের নতুন সাজে।চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এর প্রানকেন্দ্র মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় সড়কের মুখে অবস্থিত রতন হায়দার সুপার মার্কেটের ২য় তলায় অবস্থিত ঢাকা ফ্যাশন নামের দোকান টি।বিগত কয়েক বছর ধরে ধারাবাহিক ভাবে পোশাকের গুনগত মান ঠিক রেখে উপজেলা জুড়ে ক্রেতাদের নির্ভরযোগ্য সুপরিচিত দোকান হিসেবে ঢাকা ফ্যাশন নামের দোকান টি সুপরিচিত।
মিয়াবাজার এলাকা জুড়ে ক্রীড়া সাংস্কৃতিমনা ব্যক্তি হিসেবে সর্বজন পরিচিত মুখ উক্ত ঢাকা ফ্যাশন দোকানটির মালিক মোঃকামাল হোসেন।আসন্নবর্তী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলাপকালে ঢাকা ফ্যাশন এর এই পরিচালক কামাল হোসেন বলেন, আসলে ঈদ একটি ধর্মীয় উৎসব, আমার দোকানটিতে সারাবছর জুড়ে ই ব্যতিক্রম ব্র্যান্ডের রকমারি পোশাক বিক্রি করা হয়।ক্রেতাদের সন্তুষ্টি রয়েছে বলেই কুমিল্লা শহর থেকে ও আমার দোকানে এসে অসংখ্য শুভাকাঙ্ক্ষীরা পোশাক ক্রয় করে।কিন্তু ঈদ বলে একটি কথা আর তাই
ক্রেতাদের সন্তুষ্টির লক্ষ নিয়ে প্রতিবছর এর ন্যায় এই বছর ও রকমারি ডিজাইনের পোশাকের বিপুল সমাহারে সাজিয়েছি আমার দোকান।সরজমিনে দেখা গেল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার একটি ঐতিহাসিক প্রাচীণ বাজার যা চৌদ্দগ্রাম উপজেলার ইতিহাস ঐতিহ্য সাথে সুপরিচিত বলে এই বাজারটিতে দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় জমায় যেকোন ধর্মীয় সংস্কৃতি অনুষ্ঠানের সময়।
উল্লেখ্য ঢাকা ফ্যাশন নামের দোকান টি তে ক্রয়-বিক্রয় এর মধ্যে রয়েছে শার্ট-প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি-পাজামা, ট্রাউজার, বাচ্চাদের রকমারি নামের পোশাক,মেয়েদের থ্রি-পিছ এর মধ্যে রয়েছে, ইন্ডিয়ান বিনয়, বিনয় কাতান,জোবায়দা, কালা ফ্যাশন, লাবিনা,দিল্লি বুটিক্স,শিভাম,নাইত্রা, আমিরা, আঞ্জারা, রাশি, বোম্বে বুটিক্স,পিকে, ফনি, এলিজা, জিসা কাতান,এএস, ফিউচার,চমলক্ক ইত্যাদি।
ছেলেদের জন্য বিভিন্ন গুনগুত ব্র্যান্ডের রকমারি ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, জিন্স, গ্যাবার্ডিন আধুনিক পাঞ্জাবি, বাধন, বন্ধন,লাট সাহেব সহ আরো অনেক নামের পাঞ্জাবি।ফ্যাশন এক্সেসরিজ ইত্যাদি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বস্তরের ক্রেতাদের প্রতি ঈদুল ফিতর এর শুভেচ্ছা প্রদান করেন উক্ত দোকানটির পরিচালক কামাল হোসেন।
প্রয়োজনে আপনি ও আপনারা এক বার ঘুড়ে আসতে পারেন চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে অবস্থিত ঢাকা ফ্যাশন পোশাক হাউজে।দোকান সম্পকিত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন
কামাল হোসেন
০১৮১৩-৮৫৬৭৪১
০১৮১৯-৮৫৬৭৪১
ঢাকা ফ্যাশন
রতন হায়দার সুপার মার্কেট
২য় তলা,মিয়াবাজার
চৌদ্দগ্রাম, কুমিল্লা।
একুশে মিডিয়া/এমএ
No comments:
Post a Comment