বাঁশখালীর শেখেরখীলে ডিআরআর প্রকল্পের উদ্ভোধনী সভা অনুষ্ঠিত। একুশে মিডিয়া - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 29 May 2019

বাঁশখালীর শেখেরখীলে ডিআরআর প্রকল্পের উদ্ভোধনী সভা অনুষ্ঠিত। একুশে মিডিয়া


একুশে মিডিয়া, রিপোর্ট:>>>
চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীল এলাকার দরিদ্র জনগোষ্ঠির মাঝে দুর্যোগ বিষয়ক সচেতনতা বৃদ্ধি, পরিস্কার, পরিচ্ছন্নতা বিষয়ক প্রশিক্ষণ, স্বাস্থ্য সম্মত পায়খানা নির্মাণ ও নিরাপদ পানি নিশ্চিত করণে নলকূপ স্থাপনের লক্ষ্যে ডিআরআর প্রকল্পের উদ্ভোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার শেখেরখীল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) বাস্তবায়িত প্রকল্পের উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হ্যাবিট্যাট ইন্টারন্যাশনালের কান্ট্রিা ডিরেক্টর জন আর্মষ্ট্রং ও বাস্তবায়নকারী সংস্থা আরআরএফ এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ্বাস।
অতিথি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী মনিরুজ্জামান দেওয়ানজী, বাঁশখালী থানার সাব ইন্সপেক্টর মাহাবুব আলম।
অনুষ্ঠানে আরআরএফ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন আরআরএফ এর সাইট ডিরেক্টর অরুন সর্দার।
প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন হ্যাবিট্যাটের প্রজেক্ট কো-অর্ডিনেটর মিহির কুমার দাশ।
আরআরএফ এর প্রশিক্ষণ কর্মকর্তা কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুচ ছবুর, আরআরএফ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর টমাস মন্ডল, শেখেরখীল ইউনিয়ন পরিষদের সচিব অরুন জয় ধর, ইউপি সদস্য সাজ্জাদ হোসেন মাসুদ, জাকেরুল হক, শামশুল আলম, আবদুল খালেক, মোঃ জকরিয়া চৌধুরী, দিলীপ কান্তি দেব, শাকের উল্লাহ, দেলোয়ার হোসেন, মাওলানা ইউনুছ সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে এই প্রকল্পের গৃহীত কার্যক্রম গুলো সততার সাথে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি।



একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages