জাহিরুল ইসলাম মিলন, যশোর:>>>
যশোর জেলার শার্শা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ২জন ভাইস-চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ মে) সকাল ১১ টায় খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার জনাব লোকমান হোসেন মিয়া। শপথ গ্রহন করেন শার্শা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মজ্ঞু, ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস -চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।
নির্বাচিত সবাই আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন। উল্লেখ্য পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে যশোরের শার্শা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল আওয়ামীলীগের মনোনীত সব প্রার্থী।
শপথ বাক্য পাঠ শেষে বিভাগীয় কমিশনার জনাব লোকমান হোসেন মিয়া বলেন, বর্তমান সরকারের কাঙ্ক্ষিত উন্নয়নে উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি উপজেলার উন্নয়নে ও জনস্বার্থে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment